কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগ-বিএনপির দুপক্ষের সংঘর্ষে জহুরউল্লাহ মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার মেন্দিপুর গ্রামের সালাহ উদ্দিন মিয়ার ছেলে। রাতে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
বুধবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার সাদেকপুর ইউনিয়নের মেন্দিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বিএনপির নেতাকর্মীদের আনন্দ মিছিলকে কেন্দ্র করে উপজেলার মেন্দিপুর পূর্বপাড়া এলাকার সালাহ উদ্দিন মিয়ার (সাহু) বাড়ি ও আবাড়ির লোকজনের মধ্য কথাকাটাকাটির জের ধরে আওয়ামী লীগের সমর্থকদের সঙ্গে বিএনপির লোকজনের সংঘর্ষ হয়।
তাদের মধ্যে একপক্ষ সাদেকপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সরকার সাফায়েত উল্লাহর সমর্থক সাহুর বাড়ির লোকজন। অপরপক্ষ সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা তোফাজ্জল হকের সমর্থক আক্কাছ মিয়ার বাড়ির লোকজন। বুধবার দুপুরে এ ঘটনাকে কেন্দ্র করে আবারও দুই পক্ষের সংঘর্ষ বাধলে ঘটনাটি ঘটে।
ঘটনার সময় প্রতিপক্ষের টেটার আঘাতে জহুর গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়।
চেয়ারম্যান সাফায়েত উল্লাহ জানান, বর্তমান সরকারের পতন হওয়ায় গ্রামের বিএনপির লোকজন আনন্দ মিছিল করছিল। এসময় হট্রগোলে বাধা দেওয়ায় তারা তর্কে জড়িয়েছিল। ঘটনাটি নিয়ে আজ আবারও তাদের সঙ্গে সংঘর্ষ হলে আমার বংশের জহিরুল্লাহ টেটাবিদ্ধ হয়ে মারা যায়।
স্থানীয় ইউপি সদস্য মো. মাহাবুব বলেন, গ্রামের আওয়ামী লীগ ও বিএনপি দুপক্ষ সংঘর্ষে লিপ্ত হলে জহুরউল্লাহ নিহত হয়।
মন্তব্য করুন