‘সম্প্রীতির বাংলাদেশ চাই’- এমন প্রত্যয়ে দিনাজপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (৭ আগস্ট) দুপুরে প্রেস ক্লাবের এ অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর জেলা শাখার সমন্বয়ক একরামুল হক আবির।
সংবাদ সম্মেলনে বলা হয়, দেশে চলমান অস্থিরতার সুযোগে একটি কুচক্রী মহল সংখ্যালঘুদের ওপর হামলা, মসজিদ, মন্দির, গির্জায় হামলা করছে যা অনাকাঙ্ক্ষিত। বৈষম্যবিরোধী আন্দোলনের সব শিক্ষার্থী ও সর্বসাধারণের এ বিষয়ে সচেতন থাকতে হবে। অপতৎপরতা রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি কারণ আমরা সম্প্রীতির বাংলাদেশ চাই। খুব শিগগিরই দেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতি স্থিতিশীল হয়ে আসবে।
সংবাদ সম্মেলনে শুক্রবার (৯ আগস্ট) বাদ জুমা দিনাজপুর গোর- এ- শহীদ বড় ময়দানে সমাবেশের ঘোষণা দেওয়া হয়। এ সময় ৩১ সদস্য বিশিষ্ট্য সমন্বয়ক কমিটির নাম ঘোষণা করা হয়।
মন্তব্য করুন