মানিকগঞ্জ জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামরুল ইসলাম বলেছেন, আপনারা শান্ত ও সুশৃঙ্খলা বজায় রাখুন। এ সময় সুবিধাবাদী কোনো কুচক্রী মহল যেন দেশের মানুষের জান-মাল ও ইজ্জতের ওপর হামলা করতে না পারে, ক্ষতি করতে না পারে, জনগণের সম্পদ-রাষ্ট্রীয় সম্পদ যেন ক্ষতি করতে না পারে সে জন্য দেশের সবাইকে একসঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
বুধবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে শহরের বিভিন্ন সরকারি ভবন পরিদর্শন শেষে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা দেলাওয়ার হোসাইন বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে যারা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-মুসলমান সবাই আমরা বাংলাদেশের নাগরিক। দেশের সব নাগরিকের মৌলিক মানবাধিকার আছে। যার যার অধিকার নিশ্চিত করার জন্য জামায়াতে ইসলামী জাতি-ধর্ম নির্বিশেষে সব মানুষের পাশে দাঁড়ানোর জন্য, শান্তি রক্ষার জন্য কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়নের জন্য সব মানুষকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান তিনি।
শেখ হাসিনা দেশত্যাগের পর হামলায় মানিকগঞ্জের সরকারি বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয়। এসব ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে প্রশাসনের সঙ্গে দেশের উন্নয়নে একত্রিত হয়ে কাজ করার জন্য আহ্বান জানান জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
মন্তব্য করুন