সংখ্যালঘু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বিএনপি নেতাকর্মীদের। যদি কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে চান তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে সহনশীলতার পরিচয় দিতে হবে। কেউ কোনো সংঘাতের জড়াবেন না।
মঙ্গলবার (৬ আগস্ট) সকালে খুলনার পাইকগাছা উপজেলা বিএনপির আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম ইনামুল হক এ আহ্বান জানান।
তিনি আরও বলেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদকরা নেতাদের নিয়ে পাহারা দিতে হবে। বিএনপি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সমর্থন করে না। যদি কেউ ঘোলা পানিতে মাছ শিকার করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির নেতাকর্মীরা কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ডের সমর্থন ও জড়িয়ে পড়ে তার জন্য দল দায়ী থাকবে না।
এসএম ইনামুল হক বলেন, আমি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হতে দিব না। এই উপজেলার মানুষ আমার পরম আত্মীয়। যদি কোনো দুর্বৃত্তরা ভাঙচুর, অগ্নিসংযোগের চেষ্টা করে তা সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে। প্রয়োজনে আমরা পাহারা দিব। সংবাদ সম্মেলন শেষে উপজেলা সদরে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এমদাদুল হক, যুগ্ম আহবায়ক কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, সাইফুল ইসলাম তারেক, যুবদলের আহ্বায়ক শেখ তহিদুজ্জামান মুকুল, সাধারণ সম্পাদক ইমরান সরদার, সাজ্জাদ আহমেদ মানিক, আনারুল ইসলাম, জজ্ঞেসর সানা কাত্তিক, ইলিয়াস হোসেন প্রমুখ।
মন্তব্য করুন