চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ রয়েছে। ভারত থেকে কোনো আমদানি পণ্যবাহী ট্রাক বাংলাদেশে ঢুকেনি। তবে এ সময় দুই দেশের ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্টলিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান এ তথ্য নিশ্চিত করেন ।
তিনি বলেন, বাংলাদেশে অবরোধ, শাটডাউন ও সহিংস পরিস্থিতিতে আমদানি পণ্যের ট্রাক কম আসছিল। সোমবার দুই-একটি কাঁচামালের ট্রাক ঢুকলেও মঙ্গলবার ভারত থেকে কোনো ট্রাক বাংলাদেশে ঢুকেনি।
এদিকে, সোনামসজিদ চেকপোস্টের ইমিগ্রেশন কর্মকর্তা এসআই মো. জাফর ইকবাল বলেন, ইমিগ্রেশনের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সোমবার-মঙ্গলবার চিকিৎসা ও ব্যবসায়ী কাজে বাংলাদেশ থেকে দুই-চারজন ভারতে গমন করেছেন এবং কয়েকজন দেশেও ফিরেছেন।
মন্তব্য করুন