গাজীপুরের কাপাসিয়ায় জামায়াত-বিএনপি তকমা দিয়ে ওসির গণগ্রেপ্তার এবং নির্যাতনের বিচার ও অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সাংবাদিকরা। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে এ বিক্ষোভ মিছিল করেন তারা।
এতে কাপাসিয়ার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত প্রায় অর্ধশত সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রেস ক্লাব মিলনায়তন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যালয় ও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কাপাসিয়া থানার সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সাংবাদিক নেতারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে কাপাসিয়া থানার ওসির অপসারণ দাবি করে আলটিমেটাম দেন।
সমাবেশে বক্তারা বলেন, প্রায় ১০ মাস আগে মো. আবুবকর মিয়া কাপাসিয়া থানায় যোগদান করে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে কয়েকশ বিএনপি-জামায়াত নেতাকর্মীকে গায়েবি মামলা দিয়ে হয়রানি ও গ্রেপ্তার করেছে। এমনকি শত শত নিরীহ মানুষকে জামায়াত-বিএনপির সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে গণহারে গ্রেপ্তার করে জেল খাটিয়েছে। এমনকি বেপরোয়া গ্রেপ্তার বাণিজ্যের মাধ্যমে তিনি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে বক্তারা অভিযোগ করেন। তার উদ্দেশ্যপ্রণোদিত গ্রেপ্তার বাণিজ্য থেকে কাপাসিয়ার সাংবাদিকরাও রেহাই পাননি।
এসব বিষয়ে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে তার অপসারণ দাবি করেন বক্তারা। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। কাপাসিয়া প্রেস ক্লাবের সভাপতি সঞ্জীব কুমার দাশের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীমের সঞ্চালনায় বক্তব্য দেন সাইফুল ইসলাম শাহীন, জাকির হোসেন কামাল, এফএম কামাল হোসেন, অধ্যাপক সামসুল হুদা লিটন, নূরুল আমীন শিকদার, সফিকুল আলম সবুজ ও জাহাঙ্গীর আলম।
মন্তব্য করুন