শেখ হাসিনার পদত্যাগের খবরে নরসিংদীর শিবপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও ঠিকাদার ব্যবসায়ী খোকন ভূইয়ার বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ করে মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ আগস্ট) বিকেলে শিবপুর পশ্চিমপাড়া এ ঘটনা ঘটে। এ সময় দুটি গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী খোকন ভূইয়ার বড়ভাই মিলন ভূইয়া জানান, সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে প্রায় ৪০ থেকে ৫০ জন মুখোশধারী লোক বাড়ির সীমানা প্রাচীর টপকে এসে প্রথমে সিসি ক্যামেরাগুলো ভাঙচুর করেছে। পরে রুমে থাকা নগদ অর্থ ও স্বর্ণ অলংকার লুট করে। পরে আমার ভাবি উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়াকে আটক করে তার রুমে থাকা স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে। ঘরের আসবাবপত্রসহ সব মালামাল ভাঙচুর করে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া জানান, এ সময় পুলিশকে ফোন দিয়ে কোনো সহযোগিতা পাওয়া যায়নি।
মন্তব্য করুন