নারায়ণগঞ্জের রূপগঞ্জে সব শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি বন্ধসহ ৫ দফা দাবি জানিয়েছে রূপগঞ্জ উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে সরকারি মুড়াপাড়া কলেজের শহীদ মিনারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এ দাবি জানান।
তাদের দাবিগুলো হলো দেশজুড়ে অপ-প্রচার, সাম্প্রদায়িক উসকানিমূলক কাজ ও দাঙ্গারোধে সচেষ্ট থাকা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, দেশজুড়ে চলমান লুটপাট ও সহিংসতারোধে সবাইকে সচেষ্ট থাকা এবং রাষ্ট্রের সম্পদ রক্ষায় বিশেষভাবে গুরুত্বারোপ করা, রূপগঞ্জের সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ছাত্রলীগসহ সব প্রকার ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা এবং নির্দলীয় ছাত্র সংসদ কার্যকর করা, সরকারি মুড়াপাড়া কলেজসহ রূপগঞ্জের সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বর্তমান দলীয় ছাত্র সংসদ বিলুপ্ত ঘোষণা করা, মুড়াপাড়া কলেজের অডিটোরিয়াম ছাত্র আন্দোলনে শহীদ হওয়া শিক্ষার্থী ফারহানের নামে নামকরণ করা হবে।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জিযান মোল্লা, সমন্বয়ক সাইদ নিলয়, সজীব, রাফি আহমেদ উৎসসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন