সারা দেশে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীসহ নিহতদের জন্য দিনাজপুরের ফুলবাড়ীতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।
গায়েবানা জানাজার নামাজ পরিচালনা করেন মাওলানা মতিয়ার রহমান।
গায়েবানা জানাজার নামাজের আগে বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ফুলবাড়ী উপজেলা সমন্বয়ক তানভির ইসলামের সঞ্চালনায় আয়োজিত শোক সভায় বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর নওশের ওয়ান, ফুলবাড়ী পৌরসভার মেয়র মাহমুদ আলম লিটন, সাবেক মেয়র মর্তুজা সরকার মানিক, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল কাদের, বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের দিনাজপুর জেলা সমন্বয়ক সাজেদুর রহমান সাজু, শিক্ষার্থী সিহাব হোসেন, স্মরণ সরকার প্রমুখ।
গায়েবানা জানাজার নামাজ এবং শোক সভায় বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণিপেশার সর্বস্তরের মানুষ অংশ নেন।
মন্তব্য করুন