‘আমাদের অনেক ভাইয়ের জীবনের বিনিময়ে আমরা স্বৈরাচার সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছি। তাই আমরা সেই ভাইদের স্মরণ করছি। মনে রাখবেন আমরা কোনো দলের নয়, আমরা দেশের ছাত্র। যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ। আমরা কোনো রাজনৈতিক দলের ফায়দা নিতে আন্দোলন করিনি এবং এই অরাজকতা ও সহিংসতা করার জন্য রক্ত দেইনি।’
মঙ্গলবার (৬ আগস্ট) বেলা ১১টায় পটুয়াখালীর কুয়াকাটায় বৈষম্যবিরোধী ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ‘ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ’ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে পর্যটন হলিডে হোমস ও ইয়ুথ ইনের হলরুমে ছাত্রছাত্রী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে সমাবেশ অনুষ্ঠিত হয়।
একটি মহল ফায়দা নিচ্ছে উল্লেখ করে বক্তারা আরও বলেন, দেশ কারও বাপের নয়, কারও স্বামীর নয়। আপনারা বিজয়ের নামে যা করছেন এটি মোটেই কাম্য নয়, আমরা চাই শান্তি।
ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক মো. ইমরান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক জি এম সবুজ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খায়রুল ইসলাম সোহাগ এবং সমন্বয়ক জিনিয়া গাজীসহ আরও অনেকে।
কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সি এম সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জসিম উদ্দিন বাবুল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, আবু হানিফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান সোহেল, সহকারী শিক্ষক মাঈনুল ইসলাম ও প্রভাষক জহিরুল ইসলাম মিরন প্রমুখ।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়া-মোনাজাত শেষে সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
মন্তব্য করুন