জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক নেতা শেখ মেহেদী হাসান গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তিনি শহরের নতুনহাট এলাকার মৃত আলতাফ হোসেনের পুত্র। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
তিনি বলেন, ভাগনেকে সন্ধ্যায় খুঁজতে গিয়ে সদর থানা এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান মেহেদী।
মঙ্গলবার (৬ আগস্ট) বেলা ১১টায় নতুন হানে তার জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনার পদত্যাগের খবর এবং দেশ ছেড়ে যাওয়ায় জয়পুরহাট শহরে জনতার ঢল নামে। বিকেল তিনটা থেকে শিক্ষার্থী ও জনতার ঢল নামে শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরের প্রধান সড়কে। স্লোগানে প্রকম্পতি হয় পুরো শহর। এ সময় উল্লাসে ফেটে পড়ে ছাত্র জনতা। বিভিন্নজন একে অপরকে মিষ্টি মুখ করা করায়।
জনতার ওই ঢল থেকে বিক্ষুদ্ধ জনতা শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে, উপজেলা কার্যালয়, পুলিশ সুপারের কার্যালায় সদর থানা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদের কলেজ রোড়ের বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
মন্তব্য করুন