শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার খবরে ময়মনসিংহ ভালুকার বিভিন্ন সড়কে বৃষ্টিতে ভিজে আনন্দ মিছিল করেন বৈষম্যবিরোধী আন্দোলকারী, বিএনপি-জামায়াত ও বিভিন্ন রাজনৈতিক দল।
এ সময় দুর্বৃত্তরা সন্ধ্যার আগে ভালুকা আওয়ামী লীগ অফিস ভেঙে দিয়ে আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়।
এ ছাড়া ভালুকা বাজারে প্যানেল মেয়র হুমায়ুন কবিরের অফিস ভাঙচুর, ভালুকা বাসস্ট্যান্ডে দুটি পুলিশ বক্স ভাঙচুর, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিনের হোটেল ভাঙচুর, ফুটপাতের কয়েকটি দোকানে আগুনসহ ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আগুন ধরিয়ে দেয় তারা।
এ সময় পাড়া মহল্লায় মিষ্টি বিতরণের হিড়িকের জন্য মিষ্টি দোকানগুলোতে মিষ্টি খালি হয়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের বাসস্থান, উপাসনালয়সহ সকল সরকারি-বেসরকারি স্থাপনা রক্ষা, আইনশৃঙ্খলার অবনতি হয় এমন কাজ করা থেকে বিরত থাকা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ভালুকাবাসীকে অনুরোধ করছি।
মন্তব্য করুন