রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে নগর ভবনসহ বিভিন্ন স্থাপনায় আগুন

রাজশাহী নগর ভবনে আগুন। ছবি : কালবেলা
রাজশাহী নগর ভবনে আগুন। ছবি : কালবেলা

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা ইস্তফা দিয়ে দেশত্যাগের পর রাজশাহীর বিভিন্ন স্থানে বিজয় মিছিল ও আনন্দ উল্লাস করা হয়েছে। এ ছাড়া রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) ভবন, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) হেডকোয়ার্টার, আওয়ামী লীগের দলীয় কার্যালয়, রাজশাহী সিটি করপোরেশনের মেয়রের বাসভবনসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সোমবার (৫ আগস্ট) দুর্বৃত্তরা রাজশাহী সিটি করপোরেশনের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

সরেজমিনে দেখা যায়, সোমবার দুপুরের পর প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার ইস্তফার খবর ছড়িয়ে পড়লে হাতে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে বিজয় মিছিল ও আনন্দ উল্লাস শুরু করেন রাজশাহীবাসী। শহরের প্রতিটি অলিগলিতে আনন্দ মিছিল করেন সাধারণ মানুষ। বিভিন্ন এলাকা থেকে জনস্রোত মহানগরীতে আসে। স্বতঃস্ফূর্ত স্লোগানে স্লোগানে উল্লাসে ফেটে পড়েন তারা। এ ছাড়া মিষ্টি বিতরণও করেছেন অনেকেই।

এদিকে, সরকারপ্রধানের পদ থেকে পদত্যাগ করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশত্যাগ করার পর থেকেই রাজশাহী নগরীতে বিভিন্ন সহিংস ঘটনা ঘটেছে। রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) ভবন, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) হেডকোয়ার্টার, কুমারপাড়ায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়, নগরীর মালোপাড়া পুলিশ ফাঁড়ি, বঙ্গবন্ধু নভোথিয়েটারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের পার্টি অফিস অগ্নিসংযোগ-হামলার পর সেখানে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া অগ্নিসংযোগকালে আরএমপির হেডকোয়ার্টারের নিচে থাকা প্রায় ছয়টি গাড়ি অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া, রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বাসভবন, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর শপিংমল ওমর থিম প্লাজা, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টুর রেস্টুরেন্টেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাজশাহীজুড়ে সাঁটানো থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের পোস্টার ছিঁড়ে আগুন দিচ্ছেন বিক্ষুব্ধ জনতা। পরবর্তীতে বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের পর ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করেছে।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সরকার পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষে সবুজ নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার দুপুর ১টার দিকে নগরীর স্বচ্ছ টাওয়ার মোড়ে ত্রিমুখী এ সংঘর্ষে ৩০ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।

নিহত সবুজ বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার বাড়ি নগরীর রাণীনগর এলাকায় বলে জানা গেছে।

সার্বিক বিষয়ে জানতে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. জামিরুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও ফোন রিসিভ হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানদের বিপক্ষে ম্যাচ বয়কটের আহ্বান দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রীর

কর বেড়েছে সিগারেটে, অভ্যাস ছাড়ার সহজ উপায়

অত্যাধুনিক বাস চলবে উগান্ডার রাস্তায়

সুপার কাপ ফাইনালে মরুর বুকে এল-ক্লাসিকো

মিছিল করতে গিয়ে যুবদল নেতার মৃত্যু

টানা ২৪তম বছরে গোলের ধারা অব্যাহত রাখলেন রোনালদো

শহীদ সেলিমের শরীরে ৭৫ গুলি, মাথায়ই ১৮টি

শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা

জিজ্ঞাসাবাদের পর ছাড়া পেলেন নিপুণ

১০ জেলায় তীব্র শীতের পূর্বাভাস

১০

সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত

১১

আকাশপথেও বাড়ছে খরচ

১২

লস অ্যাঞ্জেলেসে দাবানল নেভাতে নামানো হলো কারাবন্দিদের

১৩

কনকনে ঠান্ডায় দিনাজপুরে তাপমাত্রা ৯ ডিগ্রিতে

১৪

চীনে সহস্রাধিক আফটারশক, ব্যাপক আতঙ্ক

১৫

যুবদল নেতার বিরুদ্ধে আ.লীগ নেতার হাত-পায়ের রগ কাটার অভিযোগ

১৬

ধূমপায়ীদের জন্য দুঃসংবাদ

১৭

পরিবারের সদস্যদের সঙ্গে খুনসুটি করছেন খালেদা জিয়া

১৮

লন্ডন যাওয়ার পথে চিত্রনায়িকা নিপুণ আটক 

১৯

কক্সবাজারে কাউন্সিলরকে হত্যা, সঙ্গে থাকা নারী হাওয়া

২০
X