হবিগঞ্জের বানিয়াচঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এতে ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় উত্তেজিত জনতা বানিয়াচং থানায় হামলা ও ভাঙচুর করে।
বানিয়াচং উপজেলার হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীমা আক্তার নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সোমবার (৫ আগস্ট) দুপুরে কারফিউ ভেঙে কোটা আন্দোলনকারীরা মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে সংঘর্ষ বাধলে গুলিতে ৬ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বানিয়াচং উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীমা আক্তার জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ জন মারা গেছেন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন জানান, ৬ জন নিহত হয়েছেন বলে শুনেছি। থানায় হামলা করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
মন্তব্য করুন