মানিকগঞ্জে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাইবুর রহমান টিপু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (৫ আগস্ট) সকালে মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাইবুর রহমান টিপু মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়ের চাচা।
জানা গেছে, সোমবার (৪ আগস্ট) চলমান আন্দোলনের অংশ হিসেবে মানিকগঞ্জে ছাত্রজনতা বাসস্ট্যান্ড মানরা এলাকায় অবস্থান নিয়ে ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। দুপুর ১টার পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাসস্ট্যান্ড এলাকায় গেলে সেখানে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাইবুর রহমান টিপু গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকেন। স্থানীয়রা তকে হাসপাতালে নিয়ে যায়। পরে তার অবস্থা অবনতি হলে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ২টার দিকে মারা যান তিনি।
মন্তব্য করুন