গাজীপুরের শ্রীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের ধাওয়া-পাল্টাধাওয়ার সময় ছুরিকাঘাতে তফাজ্জল হোসেন নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত তোফাজ্জল হোসেন (২২) নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পিজাহাটি গ্রামের আব্দুর রশিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তোফাজ্জল নগরহাওলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। রোববার (৪ আগস্ট) শ্রীপুর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন তোফাজ্জল। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস বলেন, রাত সাড়ে ৮টার দিকে মৃত অবস্থায় তোফাজ্জল হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তার শরীরের পাসহ বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
মন্তব্য করুন