চাঁদপুরের শাহরাস্তিতে আওয়ামী লীগের উপজেলা সভাপতি কামরুজ্জামান মিন্টুর ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর চালিয়েছে আন্দোলনকারীরা। একইদিন তাদের দলীয় কার্যালয় ও এক আওয়ামী লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রোববার (৪ আগস্ট) দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এর আগে আন্দোলনকারীরা উপজেলা পরিষদের নিরাপত্তা গেটের তালা ভেঙে প্রবেশ করে নির্বাচন অফিস, মিলনায়তন ও বন বিভাগের কার্যালয় ভাঙচুর করে। পরে তারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান মিন্টুর ব্যবসা প্রতিষ্ঠান ও হোসেনপুর বাজার আওয়ামী লীগ নেতা ডা. কামাল হোসেনের দোকান ভাঙচুর করে এবং একই বাজারে আওয়ামী লীগের অফিস জ্বালিয়ে দেয়।
এ বিষয়ে চাঁদপুরের শাহরাস্তি থানার ওসি আলমগীর হোসেন বলেন, আমরা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনি কার্যক্রম অব্যাহত রেখেছি।
মন্তব্য করুন