চাঁদপুরের হাজীগঞ্জে আজাদ সরকার নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (৪ আগস্ট) বিকেলে পৌরসভার সামনে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কোপায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
এ বিষয়ে নিহত আজাদ সরকারের ছেলে হাজীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি হিমেল সরকার বলেন, আমার বাবাকে ছাত্রলীগের লোকজন কুপিয়ে মেরেছে। আমি এই হত্যার সুষ্ঠু বিচার দাবি করছি।
এর আগে সকাল থেকেই হাজীগঞ্জে দুপক্ষের গোলাগুলি শুরু হয়। এতে হাজীগঞ্জ পৌরসভার মেয়রের কার্যালয় ও গাড়িসহ ১৩টি গাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা। যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুর রশীদ বলেন, সকাল থেকেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আজাদ সরকার নামে একজনকে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা গেছেন বলে শুনেছি।
মন্তব্য করুন