ফেসবুকে স্ট্যাটাস দিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের দুই নেতা। পদত্যাগ করা নেতারা হলেন- মো. বাবুল মাতুব্বর ও মেহেদী হাসান। তিনি ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক। অন্যজন উপজেলার চন্দ্রা ইউনিয়নের সহসভাপতি।
বাবুল মাতুব্বর তার ফেসবুক আইডিতে লিখেছেন, ‘আমি স্কুল থেকেই ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। আজ সাধারণ ছাত্র-ছাত্রীকে নিয়ে কথা বলায় কিছু মানুষ আমাকে রাজাকার বলতেছে, আমাকে নিয়ে পোস্ট করতেছে। স্ট্যাটাসে তিনি আরও লিখেন, আমার ভাই-বোনদের ওপর নির্যাতন হবে আর আমি চুপ করে বসে থাকব এটা কখনোই হবে না। আমি আমার নিজ ইচ্ছায় ছাত্রলীগের রাজনীতি থেকে পদত্যাগ করলাম।’
আরেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান লিখেন- বিবেকের তাড়নায় ও দেশের মানুষের স্বার্থে আমার নিজ পদবি থেকে স্বেচ্ছায় অব্যহতি নিলাম। সবাই আমাকে ক্ষমা করে দেবেন।
মন্তব্য করুন