কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলা চালানো হয়েছে। এতে দুজন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।
শনিবার (৩ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ আন্দোলনকারীরা তাদের ৯ দফা দাবিতে কুমিল্লা জিলা স্কুলের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ফৌজদারি হয়ে পুলিশ লাইনসের দিকে যাচ্ছিলেন। মিছিলটি রেসকোর্স এলাকায় পৌঁছলে পেছন থেকে ধাওয়া দেয়। এ সময় অন্তত ৩০টি গুলি করা হয়। এতে দুজন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান আন্দোলনকারীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জান্নাতুল ইভা বলেন, আমাদের অনেকে আহত হয়েছে শুনেছি। আমরা হামলার নিন্দা জানাচ্ছি।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি বলেন, আহত কয়েকজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুমিল্লা পুলিশ সুপার (এসপি) মো. সাইদুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যর গুজব রটানো হচ্ছে। কুমিল্লায় কেউ মারা যায়নি। পুলিশ ছাত্রদের নিরাপত্তা দিয়েছে। ঘটনার সময় পুলিশ লাইনে আটকে পড়া প্রায় দুই শতাধিক শিক্ষার্থী-অভিভাবকদের নিরাপত্তা দিয়ে বাসায় পৌছেঁ দেওয়া হয়েছে।
অন্যদিকে দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় উপজেলা সহকারী কমিশনারের (এসি ল্যান্ড) গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
সহকারী কমিশনার (ভূমি) সৌম্য সরকার বলেন, ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় আমরা আন্দোলনকারীদের শান্ত করে ফিরিয়ে দিচ্ছিলাম। এ সময় ইউএনও এবং আমি গাড়িতে ছিলাম। হঠাৎ করে আমার গাড়িতে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ ব্যক্তিরা। এ সময় আমরা গাড়ি থেকে বের হয়ে যাই।
মন্তব্য করুন