বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের ঘোষণা অনুযায়ী বগুড়ার দুপচাঁচিয়ায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।
শনিবার (৩ আগস্ট) বেলা সোয়া ১১টায় উপজেলা সদরের সিও অফিস বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল শেষে এবং রোববারের (৪ আগস্ট) অসহযোগ আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে সমাবেশস্থল ত্যাগ করে। এ সময় পুলিশ কোনো বাধা প্রদান না করে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় সতর্ক অবস্থান নেয়।
দুপচাঁচিয়া থানার ওসি সনাতন চন্দ্র সরকার কালবেলাকে বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেছেন। জনগণের জানমালের নিরাপত্তায় আমরা যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছি।
মন্তব্য করুন