বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় বৃষ্টি উপেক্ষা করে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে আন্দোলনকারীরা।
শনিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শহরের নতুনহাট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বাটার মোড়ে গিয়ে প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে তারা।
এ সময় সড়কে যানজটের সৃষ্টি হয়। আন্দোলনকারীরা জয়পুরহাট প্রধান সড়কের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সড়কের পূর্ব পাশে অবস্থান করে। পরে তারা একটি মিছিল নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আন্দোলনকারীরা হ্যান্ডমাইকে তাদের মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানাতে থাকে। এ সময় প্রধান সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
মন্তব্য করুন