নীলফামারীর সৈয়দপুরে তেলবাহী লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী আপন দুই ভাইয়ের। সৈয়দপুর থানার ওসি শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার (২ আগস্ট) দুপুরের দিকে সৈয়দপুর-নীলফামারী সড়কের ওয়াপদা নয়াবাজারে ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কাছারি শাহাপাড়ার উত্তরা ইপিজেডের শ্রমিক সুমন ইসলাম (২৭) ও তার ছোট ভাই সিয়াম হোসেন (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দুই আরোহী মোটরসাইকেলে ইপিজেড এলাকা থেকে সৈয়দপুর শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা তেলবাহী লরির ধাক্কায় তারা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
সৈয়দপুর থানার ওসি শাহা আলম বলেন, হাসপাতালে পুলিশ পৌঁছানোর আগেই নিহতদের স্বজনরা মরদেহ নিয়ে নীলফামারী সদরে নিজ বাড়িতে নিয়ে যান।
মন্তব্য করুন