ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের শ্রীনগরে পণ্যবোঝাই পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ আগস্ট) ভোরে মহাসড়কের দোগাছি ফুটওভার ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে মাওয়াগামী দ্রুতগতির একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থেমে থাকা অজ্ঞাত এক গাড়ির পেছনে ধাক্কা দিলে সড়কে উল্টে যায় পিকআপভ্যানটি। এসময় ক্ষতিগ্রস্ত হয় পিকআপভ্যানের সামনের অংশ। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় পিকআপভ্যানচালক ও হেলপার।
পরে খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এরপর হাইওয়ে পুলিশের সহযোগিতায় ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত পিকআপভ্যানটি সরিয়ে নিয়ে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।
নরসিংদীর শিবপুর থানা এলাকার পিকআপভ্যানচালক পলাশ চন্দ্র দাস (২৪) ও হেল্পার জয় চন্দ্র দাস (২৫)। তারা সম্পর্কে আপন দুই চাচাতো ভাই।
বিষয়টি নিশ্চিত করে হাঁসাঢ়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ জানান, পিকআপভ্যানের অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় নিহত দুজনের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি জব্দ করেছে পুলিশ।
মন্তব্য করুন