গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। বৃহস্পতিবার (১ আগস্ট ) দুপুরে ঢাকা বরিশাল মহাসড়কের ডোমরাকান্দি নামক স্থানের লাম-মিম হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার বিশ্বম্ভরদী গ্রামের রাহেন শেখের দুই ছেলে বাশার শেখ (৪০) ও খায়ের শেখ (৩৫)। এ সময় আহত হয় অটোরিকশাচালক হাসান শেখ (২৮)। পরে তাকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে ভর্তি করানো হয়।
জানা যায়, ঘটনাস্থলে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস এবং একই দিক থেকে আসা ঢাকাগামী ট্রাক একটি অটোরিকশাকে চাপা দিলে তারা নিহত হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে প্রেরণ করে।
মুকসুদপুর থানার ওসি আশরাফুল আলম জানান, বরইতলা থেকে রাজৈরগামী ব্যাটারিচালিত একটি অটোরিকশা বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী সাকুরা পরিবহন এবং একই দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের মাঝখানে পড়ে যায় এবং দুর্ঘটনা ঘটে। এতে করে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী আপন দুই ভাই নিহত হয় এবং চালক গুরুতর আহত হয়।
মন্তব্য করুন