ভারি বৃষ্টিতে পাহাড়ধসে বান্দরবান-থানচি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সড়কের নীলগিরি রিসোর্ট এলাকায় এ পাহাড়ধসের ঘটনা ঘটে।
বুধবার (৩১ জুলাই) রাতে ভারি বৃষ্টিতে নীলগিরি এলাকার সড়কের ওপর পাহাড়ের মাটিধসের খবর পেয়ে বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইসিবি একটি টিম সড়কের ওপর থেকে মাটি সরানোর কাজ করছে বলে জানিয়েছেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন।
ইউএনও মোহাম্মদ মামুন বলেন, সড়কের ওপর ধসে পড়া মাটি সরানোর কাজ সম্পন্ন হলে আজ বিকেলের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সচল হবে বলে আশা করছি।
বাসস্টেশনের লাইনম্যান মংসিংনু মারমা বলেন, সকালে যাত্রীবাহী দুটি বাস ছাড়ার পর নীলগিরি পর্যটনকেন্দ্রের কাছাকাছি গেলে চালকরা সড়কের ওপর পাহাড়ের মাটিধসে পড়ে থাকতে দেখেন। তারা খবর দিলে থানচি উপজেলা প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। মাটি সরানোর কাজ শেষ হলে আশা করি বিকেলে যান চলাচল স্বাভাবিক হবে।
মন্তব্য করুন