পশ্চিমাঞ্চল রেলের ঈশ্বরদীর পাকশী বিভাগে স্বল্প দূরত্বে ছয় জোড়া ট্রেন চলাচলের সিদ্ধান্ত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতার জেরে বর্তমান পরিস্থিতিতে কারফিউ শিথিল থাকা অবস্থায় বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে এসব ট্রেন চলাচল শুরু হবে।
বুধবার (৩১ জুলাই) সন্ধ্যায় পাকশী বিভাগীয় রেলওয়ে সহকারী পবিরহন কর্মকর্তা (ডিটিও) হারুন অর রশিদ কালবেলাকে বিয়ষটি নিশ্চিত করেছেন।
ডিটিও জানান, সরকারি নিদের্শনা অনুযায়ী মহানন্দা, আইআর, রাজবাড়ী এক্সপ্রেস, ভাটিয়াপাড়া এক্সপ্রেস, রাজবাড়ী-গোয়ালন্দঘাট- পোড়াদহ লোকাল ও বেতনা কমিউটার ট্রেন চলাচল করবে।
রেলের পাকশী বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, মহানন্দা এক্সপ্রেস (আপ-ডাউন) খুলনা থেকে ঈশ্বরদী পর্যন্ত চলাচল করবে। ঈশ্বরদী-রহনপুর (আই আর) লোকাল ট্রেন (আপ-ডাউন) রাজশাহী-রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ, বেতনা কমিউটার (আপ-ডাউন), খুলনা-বেনাপোল- মোংলা, রাজবাড়ি এক্সপ্রেস (আপ-ডাউন) রাজবাড়ী-ভাঙা- ভাটিয়াপাড় ঘাট, ভাটিয়াপাড়া এক্সপ্রেস (আপ ডাউন) রাজবাড়ি-গোয়ালন্দ ও পোড়াদহ রুটে চলাচল করবে।
পাকশী বিভাগীয় সহকারী বাণিজ্যিক কর্মকর্তা এ কে এম নূরুল আলম জানান, পাকশী রেল বিভাগের অধীনে যেসব ট্রেন চলবে তার নিদের্শনা আমরা পেয়েছি। পাকশী বিভাগীয় বাণিজ্যিক শাখার পক্ষ থেকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পাকশী বিভাগীয় ম্যানেজার (ডিআরএম) শাহ সূফী নূর মোহাম্মদ জানান, ৮-১০টি ট্রেনের প্রস্তাব পাঠানো হয়েছিল। এরমধ্যে বৃহস্পতিবার থেকে কয়েকটি লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই অন্যান্য ট্রেন চালানো সম্ভব হবে বলে আশা করছি।
মন্তব্য করুন