ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে টিসিবির পণ্য অবৈধভাবে মজুত করার অভিযোগে একরামুল হক নামে টিসিবির এক ডিলারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩০ জুলাই) রাতে এই সাজা দেন বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসাইন।
দণ্ডপ্রাপ্ত একরামুল হক বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বোয়ালধার গ্রামের ইসাহাক আলীর ছেলে।
জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী উপজেলার ইউএনও ও এসিল্যান্ড উপজেলার ভানোর ইউনিয়নের শিমলতলী বাজারে একটি গুদামঘরে অবৈধভাবে ২১৬টি দুই লিটারের সয়াবিন তেল, ৯ বস্তা চাল ও ২৫০টি ডালের প্যাকেটসহ একরামুল হককে আটক করে। রাতেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
ডিলার একরামুল হক বলেন, আমার গুদাম স্থানীয় মাসুদ রানা নামে একজনকে ভাড়া দিয়েছি। গুদামে যে টিসিবির পণ্য আছে এ বিষয়ে জানতাম না।
স্থানীয়রা জানান, একরামুল হক ও স্থানীয় মাসুদ রানা নামে দুজন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে টিসিবির পণ্য এনে গুদামঘরে মজুত করেন। পরে বিভিন্ন দোকানদারের কাছে এসব টিসিবির পণ্য বিক্রি করেন।
বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসাইন বলেন, একরামুল হক তার গুদামঘরে টিসিবি পণ্য মজুত রাখার বিষয়ে অপরাধ স্বীকার করায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পলাতক মাসুদ রানাকে খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন