বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার দ্বি-বাষিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জুলাই) দুপুরে শহরের শেখ মনি অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা শাখার পূজা উদযাপন পরিষদের সভাপতি ড. অসিত কুমার মল্লিক। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সভাপতি শ্রী বাসুদেব ধর এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ শর্মা।
‘মুক্তিযুদ্ধের অঙ্গীকার ও বঙ্গবন্ধুর, অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়ার প্রত্যয়’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে সম্মেলন উদ্বোধন করেন মাতুয়াচার্য শ্রী পদ্মনাথ ঠাকুর। পরে অতিথিরা জাতীয় পতাকা উত্তোলন করেন এবং গীতা পাঠের মধ্যদিয়ে সম্মেলন শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি-প্রধান বক্তাকে ফুল দিয়ে বরণ করে নেন গোপালগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি ড. অসিত কুমার মল্লিক ও গোপালগঞ্জ পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক শ্রী মনীন্দ্রনাথ বাড়ৈ।
প্রধান অতিথির বক্তব্যে শ্রী বাসুদেব ধর মতভেদ ভুলে গিয়ে একসঙ্গে কাজ করার জন্য অনুরোধ করেন।
প্রধান বক্তা শ্রী সন্তোষ শর্মা বলেন, সব ধর্ম সত্যের কথা বলে। কোনো ধর্ম অন্যায় সমর্থন করে না। আপনারা ধর্মের দিকে ধাবিত হন। পরিবারকেও সেই পথে নিয়ে আসেন। আমরা সব ধর্মের বাবা, মা ও ভাইবোনদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে কাজ করতে চাই। একে অন্যের বিরুদ্ধে বিভেদ তৈরি করবেন না। বাংলাদেশের জনগণ আমরা একে অন্যের প্রতিবেশী।
নতুন কমিটিতে যারা আসবেন তাদের সর্তক করে সন্তোষ শর্মা আরও বলেন, চলতি বছরের ডিসেম্বর মধ্যে জেলার উপজেলা, পৌরসভাসহ সব কমিটি পূর্ণাঙ্গ করতে না পারলে সেগুলো ভেঙে দেওয়া হবে।
তিনি আরও বলেন, আপনারা যাকে মনোনয়ন দেবেন বা নির্বাচনের মাধ্যমে নির্বাচন করবেন তিনিই সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন। কোনো স্বজনপ্রীতি চলবে না।
অনুষ্ঠানে জেলার সব বর্তমান ও পূর্বের কমিটির নেতারা বক্তব্য দেন।
মন্তব্য করুন