গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশ সোর্সের প্রভাব খাটিয়ে রমরমা মাদক ব্যবসা করার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে অভিযুক্ত আব্দুল কাদেরকে মঙ্গলবার (৩০ জুলাই) সকালে ফেনসিডিলসহ গ্রেপ্তার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
স্থানীয়রা জানান, আব্দুল কাদেরের শিববাড়ী গ্রামের বাড়ি মঙ্গলবার সকাল ৭টার দিকে ঘেরাও করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ওই অধিদপ্তরের পরিদর্শক মোস্তফা জামান জানান, এ সময় তারা বাড়ি তল্লাশি করে কোডিন মিশ্রিত ৪০ বোতল নিষিদ্ধ ফেনসিডিলসহ তাকে হাতেনাতে আটক করে। এ বিষয়ে তিনি বাদী হয়ে স্থানীয় থানায় একটি মামলা দেন।
গোবিন্দগঞ্জ থানার ওসি আছাদুজ্জাম জানান, গ্রেপ্তার আব্দুল কাদের পুলিশের পাশাপাশি র্যাবসহ বিভিন্ন বাহিনীর সোর্স হিসেবে কাজ করত। মাদক ব্যবসায় অভিযুক্ত আব্দুল কাদেরকে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়ালি ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়।
মন্তব্য করুন