সিলেট ব্যুরো
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

কারফিউর মধ্যেও চিনি চোরাচালান, আটক ১২

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

সাম্প্রতিক সহিংসতার ঘটনায় সারা দেশের মতো সিলেটেও চলছে কারফিউ। এসবের মধ্যেও থেমে নেই চিনি চোরাকারবার। গত ৫ দিনে সিলেট জেলা পুলিশের অভিযানে বিভিন্ন স্থান থেকে ৫৮৪ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়েছে। এসব অভিযানে ১২ জনকে আটক করা হয়েছে। এ ছাড়াও ৮২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সম্রাট তালুকদার কালবেলাকে বলেন, সিলেট জেলা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় সব সময় তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেটে ২৩ থেকে ২৭ জুলাই পর্যন্ত বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ৫৮৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে বিভিন্ন থানা পুলিশ। ৫০ কেজি করে বস্তাগুলোতে ২৯ হাজার ২০০ কেজি চিনি রয়েছে। এসব অভিযানে ১২ জনকে আটক করা হয়েছে।

তিনি জানান, গত ২৩ জুলাই ভোররাত ৫টার দিকে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের আভিযানে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের লক্ষণাবন্দ পশ্চিমপাড়া গ্রামের মাদ্রাসাবাজার যাত্রী ছাউনির সামনে থেকে একটি ট্রাকে থাকা ৩৫৯ বস্তা চিনি জব্দ করে। চোরাই চিনিভর্তি গাড়িটি কানাইঘাট থেকে আসছিল। অভিযানের সময় গাড়িতে ৫ জন লোক ছিলেন। দৌড়ে পালিয়ে যাওয়ার সময় দুজনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর গ্রামের উত্তর ইসলামপুরের মৃত আব্দুল জলিলের ছেলে সোহবুল ইসলাম (৩৬) ও একই জেলার শিবগঞ্জ থানার সোনা মসজিদ গ্রামের গাইলুর রহমানের ছেলে শামীম (৩৫)।

গত ২৫ জুলাই ভোর রাত ৪টার দিকে গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের মামার বাজারের পিউলির মাঠ থেকে একটি পিকআপে থাকা ৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। এ সময় তিনজনকে আটক করা হয়।

তারা হলেন চাঁদপুর জেলার কচুয়া থানার তেগুরিয়া গ্রামরে বিল্লাল পাঠানের ছেলে মো. হাসান পাঠান (৩৫), নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার সালুন্দি গ্রামের সোলেমান আলীর ছেলে আরমান আলী (১৮) ও সুনামগঞ্জ জেলার বিশম্ভরপুর থানার ভাতেরটেক গ্রামের মো. তাহের আলীর ছেলে মো. জাকির হোসেন (২৫)।

একই দিন রাত সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট থানা পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের নাইন্দার হাওর গ্রামে সারি নদী থেকে নৌকায় থাকা ৭৫ বস্তা চিনি জব্দ করে। এ সময় তিনজনকে আটক করা হয়। তারা হলেন গোয়াইনঘাটের পূর্ব আলীরগাঁও গ্রামের আলতাব আহমদের ছেলে শাহিন আহমদ (২২), উপর দুমকা গ্রামের জহির উদ্দিনের ছেলে মো. মঞ্জুরুল (৩০) ও পরবল্লি গ্রামের আব্দুল সোবহানের ছেলে নিজাম উদ্দিন (৩০)।

গত ২৬ জুলাই রাতে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল উপজেলার নিজপাট ইউনিয়নের জৈন্তাবাজারে সিলেট-তামাবিল মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করার সময় একটি পিকআপ তল্লাশি করে ৬০ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করে। তখন কামাল আহমেদ (২২) নামে একজনকে আটক করা হয়। তিনি উপজেলার সারিঘাট (সরফৌদ) গ্রামের মৃত বিলাল আহমদের ছেলে।

শনিবার (২৭ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের খাগাইল সাকিন গ্রামের ইউসুফ আলী পেট্রোল পাম্পের পাশে সড়কে একটি পিকআপ তল্লাশি করে ৪০ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। এ সময় গাড়িতে থাকা ৪ জন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ৩ জনকে আটক করে পুলিশ।

তারা হলেন সিলেটের জালালাবাদ থানার মেঘারগাঁওয়ের আব্দুল হাসিমের ছেলে হাবিব মিয়া (২৪), একই থানার বড়ফৌদ গ্রামের রুবু মিয়ার ছেলে খালেদ আহমেদ (১৯) ও কোম্পানীগঞ্জ উপজেলার গৌরীনগর গ্রামের আব্দুস ছালামের মিজানুর রহমান (৩০)। পরে জব্দকৃত চিনির বিষয়ে ও আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সিলেট জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়োজিত সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্থানীয়জন প্রতিনিধি, সুধী সমাজের নেতাদের ও সচেতন নাগরিকদের সঙ্গে নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে জেলা পুলিশ। অপরাধ নির্মূলে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা

খালেদা জিয়ার দেশে ফিরতে কিছুদিন বিলম্ব হতে পারে : ডা. জাহিদ

৬ ফেব্রুয়ারি : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ

০৬ ফেব্রুয়ারি : আজকের নামাজের সময়সূচি

কুমিল্লায় বাহাউদ্দীনের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

মধ্যরাতে স্বৈরাচার শেখ হাসিনার নামফলক ভেঙে দিল ববির শিক্ষার্থীরা

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

‘শেখ হাসিনার দাম্ভিকতাই তার পতনের কারণ’

ইবিতে শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি

১০

আমুর বরিশালের বাড়িতে বুলডোজার চালাচ্ছে ছাত্র-জনতা

১১

জাবিতে মুছে দেওয়া হল বঙ্গবন্ধু ও শেখ হাসিনার গ্রাফিতি

১২

শহীদ পরিবারের জন্য ফ্ল্যাট নির্মাণে এমপি-মন্ত্রীর বাড়ি ভাঙার দাবি হান্নানের

১৩

২৯তম বিসিএস প্রশাসন ক্যাডার সার্ভিসের সভাপতি তারিক, সম্পাদক আলাওল

১৪

খুলনা বিশ্ববিদ্যালয়ে গুঁড়িয়ে দেওয়া হল শেখ মুজিবের ম্যুরাল

১৫

সিলেটে ভাঙা হল শেখ মুজিবুরের ম্যুরাল

১৬

ভোলায় তোফায়েল আহমেদের বাড়িতে আগুন

১৭

ময়মনসিংহে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর

১৮

বরিশালে গুঁড়িয়ে দিল শেখ হাসিনার ভাইয়ের বাড়ি

১৯

চট্টগ্রামে মশাল মিছিল, শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর

২০
X