সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরশহরে স্বামীকে ডিভোর্স দিয়ে প্রেমিকের বাড়ি এসে বিয়ের দাবিতে অনশনে বসেছেন দুই সন্তানের জননী আসমা খাতুন নামে এক নারী।
রোববার (২৮ জুলাই) বিকাল ৪টায় পৌরশহরের নলুয়া গ্রামে প্রেমিক তুহিন ইসলাম বাবুর বাড়ি এসে ওই নারী অনশন শুরু করেন।
এদিকে ওই নারী বাড়িতে বিয়ের দাবি নিয়ে অনশনে বসলে পালিয়ে যান প্রেমিক তুহিন ইসলাম বাবু। তিনি নলুয়া গ্রামে মৃত ইসমাইল হোসেনের ছেলে।
মঙ্গলবার (৩০ জুলাই) সকালে আসমা খাতুন সাংবাদিকদের বলেন, আমি পৌর শহরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। ২০১৩ সালে ডায়া গ্রামের আবু হানিফের সঙ্গে আমার বিয়ে হয়। আমাদের ৮ বছর ও ৪ বছর বয়সী দুটি ছেলে সন্তান রয়েছে। গত তিন বছর ধরে তুহিন ইসলাম বাবুর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
তিনি বলেন, বাবু আমাকে বিয়ের আশ্বাস দিলে গত ১৭ এপ্রিল স্বামীকে ডিভোর্স দেই। কথা ছিল আমাকে বিয়ে করে দুই সন্তানকেও মেনে নেবে। বিয়ের দিন তারিখ ও কিছু কেনাকাটাও আমরা করেছি। কিন্তু হঠাৎ করে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় বাবু। অনেক চেষ্টা করেও বাবুর মন গলাতে পারিনি। পরে উপায় না পেয়ে বিয়ের দাবিতে বাবুর বাড়িতে অবস্থান নিয়েছি।
প্রেমিক বাবুর মা বলেন, দুই সন্তানের মাকে কখনো আমার অবিবাহিত ছেলে বিয়ে করতে পারে না। এ মেয়ে যে কথাগুলো বলছে সবই মিথ্যা।
এ ব্যাপারে জানতে প্রেমিক তুহিন ইসলাম বাবুর মুঠোফোনে কল দেওয়া হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
শাহজাদপুর থানার ওসি সবুজ রানা কালবেলাকে বলেন, নলুয়া গ্রামে একজন নারী তার প্রেমিকের বাড়িতে অনশন করার বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনিব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন