জোয়ারে কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়নের জালিয়াখালী রাস্তা ভেঙে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। রোববার (২৮ জুলাই) সরেজমিনে দেখা যায়, এ ঘটনায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।
জানা যায়, টানা বৃষ্টি ও পূর্ণিমার জোয়ারের পানির তোড়ে ১৯৯৭ সালে নির্মিত এ সড়কটিতে সদর ইউপির বখশিয়া চৌকিদার পাড়ার দক্ষিণ অংশের প্রায় ১৫ চেইন রাস্তা ভেঙে যায়। ফলে লবণাক্ত পানি লোকালয়ে প্রবেশ করে। রাস্তা ডুবে গিয়ে ১ ও ৩নং ওয়ার্ডের প্রায় সাত গ্রামের বসবাড়িতে পানি ঢুকে পড়ে। ফলে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে এ এলাকার প্রায় ১৫ হাজার লোক চলাচলসহ চরম দুর্ভোগে পড়েন।
স্থানীয় ইউপি সদস্য মানিক ও মোহাম্মদ আজিম জানান, এলাকার চরপাড়া, মিঠা বেপারীপাড়া, উত্তর গোঁয়াখালী, মাতবর পাড়া, বখশি চৌকিদার পাড়া, বটতলী পাড়া, জালিয়াখালী এলাকার লোকজন পড়েছে চরম দুর্ভোগে। লবণাক্ত পানি ঢোকায় ২০০ একর জমির বর্ষা মৌসুমের ধানের চারা নষ্ট হয়ে গেছে। এতে বর্ষা মৌসুমের আমন চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় লবণাক্ত পানি এখনো প্রবাহমান।
এ বিষয়ে জানতে সদর ইউপির চেয়ারম্যান বাহাদুর শাহের সঙ্গে যোগাযোগ করতে তার মোবাইল ফোনে কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।
এ বিষয়ে পেকুয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল জানান, বিষয়টি আমাকে কেউ জানায়নি। তবে আগামীকাল ব্লকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে পাঠিয়ে খোঁজ নিয়ে কৃষকদের পরামর্শ দেব।
মন্তব্য করুন