ফেনী জেলা বিএনপির শতাধিক নেতাকর্মী সমর্থককে ঢাকার নয়া পল্টনের হোটেল মিডনাইট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৬ জুলাই) রাতে তাদের পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক ও আলাউদ্দিন গঠন।
আরও পড়ুন : পুলিশের ১০ মিনিটের আলটিমেটাম, ৫ মিনিটে রক্ষা করল বিএনপি নেতাকর্মীরা
গ্রেপ্তাররা হলেন, ফেনী জেলার বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, জেলা যুবদলের সহসভাপতি শাহাদাত হোসেন সেলিম, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক দাউদুল ইসলাম মিনার, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ, জাতীয়তাবাদী হেল্প সেলের প্রধান সমন্বয়ক সুমন আহসান, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেজবাহ উদ্দিন মিয়াজী, সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, বালিগাঁও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কাজী কামরুল হাসান, যুগ্ম আহবায়ক নুর নবী, ফেনী পৌর ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, বালিগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী শাকিল, তুহিন, সোহাগ, সাইফুর রহমান রুবেল পাটোয়ারী, সোনাগাজী ৭ নম্বর সদর ইউনিয়নের সমির খান, জাহিদুল ইসলাম হিরন, দাগনভূঁইয়া উপজেলা ছাত্রদল নেতা রুবেল, আশ্রাফুল ইসলামসহ বিএনপির অসংখ্য নেতাকর্মীকে গত রাতে নয়াপল্টনের হোটেল মিডওয়ে থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক ও আলাউদ্দিন গঠন নেতাকর্মীদের গ্রেপ্তারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
মন্তব্য করুন