কোটা সংস্কার আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের বাবা-মা ঢাকায় অবস্থান করছেন।
রোববার (২৮ জুলাই) প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের দেখা হওয়ার কথা রয়েছে। শনিবার (২৭ জুলাই) সকালে তারা পীরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশের হাসান।
তিনি বলেন, আবু সাঈদের বাবা মকবুল হোসেন ও তার স্ত্রী এবং ছেলেকে সঙ্গে নিয়ে গেছেন। তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। আমরা সে ব্যবস্থা করেছি। তবে, কখন দেখা হবে তার এখনো কনফারমেশন আমি পাইনি।
রংপুরে কোটা সংস্কার আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেন আবু সাঈদ। গত ১৬ জুলাই দুপুরে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিছিলে অংশ নেন তিনি। এক পর্যায়ে সংঘর্ষে তিনি মারা যান।
মন্তব্য করুন