আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ০২:২০ এএম
অনলাইন সংস্করণ

যাত্রী পারাপার কমেছে আখাউড়া স্থলবন্দরে

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের একটি খণ্ডচিত্র। ছবি : কালবেলা
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের একটি খণ্ডচিত্র। ছবি : কালবেলা

কোটা সংস্কার আন্দোলন ঘিরে অস্থিতিশীল পরিবেশ কিছুটা স্বাভাবিক হলেও প্রভাব পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে। স্থলপথে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম আখাউড়া স্থলবন্দর। ভৌগোলিক অবস্থানের ফলে এ বন্দর ব্যবহারে দিনদিন যাত্রীদের আগ্রহ বাড়ছে। মূলত বন্দর পার হলেই ত্রিপুরা রাজ্যের আগরতলা শহর। আর শহর থেকে খুব কাছেই বিমানবন্দর ও রেলওয়ে স্টেশন। ফলে সম্ভবাবনাময় আখাউড়া স্থলবন্দর ব্যবহার করে ভারতগামী যাত্রীদের যথেষ্ট আগ্রহ রয়েছে। তবে দেশের চলমান পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন বিড়ম্বনার কারণে এ পথ দিয়ে স্বাভাবিক সময়ের চেয়ে অর্ধেকে নেমেছে ভারত-বাংলাদেশের যাত্রী পারাপার।

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে ১ হাজার থেকে ১ হাজর ১০০ যাত্রী পারাপার হয়। কিন্তু চলমান পরিস্থিতিতে গত ২০ জুলাই থেকে এই সংখ্যাটা অর্ধেকে নেমেছে। এখন আখাউড়া স্থলবন্দরের এ পথে প্রতিদিন ৫০০ থেকে সাড়ে ৫০০ যাত্রী পারাপার হচ্ছে।

শুক্রবার (২৬ জুলাই) দুপুরে আখাউড়া স্থলবন্দর বন্দরের কাস্টমস ভবনে সোনালী ব্যাংক বুথের সামনে কথা হয় চট্টগ্রামের বাসিন্দা সোহেল আরমানের সঙ্গে। তিনি বলেন, তার মায়ের চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন। দেশে চলমান পরিস্থিতিতে ট্রেন চলাচল বন্ধ। তাই তিনি মা ও স্ত্রীকে নিয়ে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে প্রাইভেট গাড়িতে আখাউড়া স্থলবন্দরে এসেছেন।

ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলার বাসিন্দা সুধাংশু ভট্টাচার্য। তিনি সিলেট মৌলভিবাজার এলাকায় আত্মীয়দের দেখতে এসেছিলেন চলতি মাসের ১০ তারিখে। চলমান পরিস্থিতিতে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় দেশে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। ট্রেন চলাচল বন্ধ থাকায় তিনি সড়ক পথে বেশি ভাড়া দিয়ে এ পর্যন্ত এসেছেন।

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খাইরুল আলম বলেন, গত এক সপ্তাহে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপারের সংখ্যা অন্য সময়ের চেয়ে কিছুটা কমেছে। এই চেকপোস্ট দিয়ে গড়ে প্রতিদিন ১ হাজার থেকে ১ হাজার ১০০ যাত্রী যাতায়াত করে। বতর্মানে এই সংখ্যাটা অর্ধেকে নেমেছে।

তিনি বলেন, ইমিগ্রেশনে খুব দ্রুত সময়ে যাত্রীদের পাসপোর্টের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। যেন যাত্রীরা স্বল্প সময়ে তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন। রেল যোগাযোগ স্বাভাবিক হলে যাত্রী পারাপার বাড়বে বলে মনে করেন তিনি।

আখাউড়া স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (রাজস্ব) মো. ইমরান হোসেন বলেন,বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর আখাউড়া। ভৌগোলিক অবস্থানের ফলে এ বন্দর ব্যবহারে দিনদিন যাত্রীদের আগ্রহ বাড়ছে। তবে এই মূহুর্তে দেশের সার্বিক পরিস্থিতির জন্য যাত্রী পারাপার কিছুটা কমে এসেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়া শুরু করছে আশা করছি যাত্রী পারাপারও বাড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রৌমারীতে ব্যবসায়ীদের আহ্বায়ক কমিটির শপথ অনুষ্ঠিত

৬৫ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয়ায় মামুনের বিরুদ্ধে যুবদলের মামলা

আওয়ামী লীগ নেতাকর্মীদের ইসলামী আন্দোলনে যোগদান

ক্ষমা পেয়ে আমিরাত থেকে ১২ জন ফিরছেন চট্টগ্রামে

‘ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকার দুই ভাবে পরাজিত’

মহানবীকে (সা.) কটূক্তিকারী সেই যুবকের বিরুদ্ধে মামলা

শিবচর আঞ্চলিক সড়কে গ্রামবাসীর বৃক্ষরোপণ

মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ ধামাচাপা, ৭ দিন পর ফাঁস

১২ দিনেও মেলেনি রানীনগরে নিখোঁজ নার্গিসের সন্ধান

দায়িত্বশীলদের নিয়ে সাতক্ষীরায় ছাত্র শিবিরের সমাবেশ

১০

আযহারী শিক্ষার্থীরা হবে বাংলাদেশ ও মিশরীয় ঐতিহ্যের সেতুবন্ধন : মিশরীয় রাষ্ট্রদূত

১১

রাজশাহীতে বস্তাভর্তি দেশীয় অস্ত্র উদ্ধার

১২

আন্দোলনের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ কর্মীকে গণধোলাই

১৩

আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক অসন্তোষ ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শ্রমিক সমাবেশ

১৪

কেন্দ্রীয় নেতাদের কাছে অভিযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

১৫

পাকিস্তানের জলসীমায় বিপুল তেল-গ্যাস মজুতের সন্ধান

১৬

বিসিবির দুর্নীতির তদন্ত দাবি সাবেকদের

১৭

পাবিপ্রবি ছাত্রলীগ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে তুলে নেওয়ার অভিযোগ

১৮

জেল খেটেছি তবু শেখ হাসিনার মতো পালিয়ে যাইনি : সাবেক এমপি হাবিব

১৯

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নেতার দাওয়াতে গিয়ে বিপাকে জাসাস নেতা

২০
X