মেহেরপুরের গাংনী উপজেলার এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে গাংনী থানা পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ওই নেতার নাম আসাদুজ্জামান বাবলু (৫৮)। তিনি গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। এ ছাড়াও তিনি গাংনী শহরের চৌগাছার বাসিন্দা। তিনি সাহারবাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, কয়েক মাস আগে নাশকতার একটি মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়।
মন্তব্য করুন