মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী-বেতবাড়িয়া সড়কের নিশিপুর মাঠ থেকে হাত-পা বাঁধা অচেতন অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তিকে (৩৫) উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বামন্দী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) শাহ আলম জানান, সকালে খবর পেয়ে লোকজন নিয়ে মাঠে যাই। সেখানে অচেতন অবস্থায় ওই ব্যক্তি হাত-পা বাঁধা অবস্থায় পড়ে ছিল। তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এখনো তার পরিচয় পাওয়া যায়নি।
তবে কী কারণে কারা তাকে এভাবে ফেলে রেখেছিল তার রহস্য এখনো উদ্ঘাটন করতে পারেনি পুলিশ।
গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, অচেতন ব্যক্তির বিষয়ে তদন্ত করা হচ্ছে। তবে তার জ্ঞান ফিরলে সব রহস্যের জট খুলবে।
মন্তব্য করুন