কোটা আন্দোলন পরবর্তী সহিংসতার কারণে সরকার জারিকৃত কারফিউয়ের ফলে নিত্যপণ্যের বাজারমূল্য স্থিতিশীল এবং সরবরাহ স্বাভাবিক রাখার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আ.লীগ সভাপতি মো. ইকরামুল হক টিটু।
বুধবার (২৪ জুলাই) সন্ধ্যায় নগরীর কালিবাড়ি রোডে নিজ বাসভবনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
ব্যবসায়ী নেতাদের উদ্দেশ্যে মেয়র বলেন, দেশের সব সংকটকালে আপনারা সাধারণ মানুষের পাশে ছিলেন, সহযোগিতা করেছেন আশা করি আগামীতেও থাকবেন। দরিদ্র মানুষের পাশে দাঁড়ান।
তিনি বলেন, নির্ভয়ে ব্যবসা করবেন। প্রশাসন এবং আমরা আপনাদের পাশে আছি। সরকারের সহনশীল আচরণের কারণে আমরা সংকট কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। আমরা শান্তি চাই। যারা এই অপকর্ম করেছে তাদের চেহারাও সামনে এসেছে। আমাদের চোখ কান খোলা রেখে কাজ করতে হবে।
মেয়র বলেন, এই সংকট কালীন সময়ে কেউ অযথা নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি করবেন না। বাজারে পণ্যের মজুত সহনীয় পর্যায়ে আছে। মূল্য তালিকা রাখবেন। ব্যবসায় স্বচ্ছ থাকবেন। আসুন সম্মিলিতভাবে সব অপশক্তি মোকাবিলা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই।
ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি শংকর সাহা, মেছুয়া বাজার চাউল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিধূ ভূষণ সাহা রায়, মেছুয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শাহীন আলম, সাধারণ সম্পাদক এ কে এম আজাদ সেলিম, জিলাপি পট্টি ব্যবসাসী সমিতির সাধারণ সম্পাদক শান্তি ঘোষ, মছুয়া বাজার যাদব লাহেড়ি লেন ব্যবসায়ী সমিতির সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি নাছির উদ্দীন পাপ্পু প্রমুখ।
এ সময় ব্যবসায়ী নেতারা বলেন, বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক রয়েছে। তাই মূল্য বাড়ার সম্ভাবনা নাই।
মন্তব্য করুন