রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৪, ০৩:০৫ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৪, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

কোলের শিশুকে জিম্মি করে সোনাসহ নগদ টাকা লুট

সিরাজগঞ্জ কামারখন্দে ডাকাতদের হামলায় আহত আবু হাসেম। ছবি : কালবেলা
সিরাজগঞ্জ কামারখন্দে ডাকাতদের হামলায় আহত আবু হাসেম। ছবি : কালবেলা

প্রথমে ঘরের ভেতরে দুজনকে দেখতে পাই। তাদের একজন আমাকে বলে চুপ থাক! কথা বলবি না। আমি ওদের একজনকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করি। একপর্যায়ে ওদের একজন পেছন থেকে শক্ত কিছু দিয়ে আমার মাথায় আঘাত করে। এতে আমি মেঝেতে পড়ে যাই। শুধু আমি নই আমার বোনকেও বেঁধে রেখেছিল। ওরা ৫-৭ জন আমাদের বাড়িতে দুই ঘণ্টার মতো অবস্থান করে। তারা আমার বাবার হালখাতার টাকাসহ প্রায় ৮ লাখ টাকা ও ৬ ভরি সোনা লুট করে নিয়ে যায়। মাথায় আঘাতের ব্যান্ডেজ নিয়ে কাতরাতে কাতরাতে এভাবেই কথাগুলো বলছিলেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার শ্যামপুর গ্রামের আবু হাসেম (২২)।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বুধবার রাতে ডাকাতির ঘটনায় উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের হজরত আলীর বাড়িতে এলোমেলো অবস্থায় সবকিছু পড়ে আছে। বিছানায় ব্যান্ডেজ অবস্থায় পড়ে আছে আবু হাসেম। মেঝেতে রক্তের ছিটেফোঁটা রয়েছে।

ভুক্তভোগী হজরতের আলীর মেয়ে খাদিজা খাতুন বলেন, আমার বাবা-মাকে অজ্ঞান অবস্থায় ঘরের ভেতরে রেখে ও ছোটভাই আবু হাসেমকে হাত-পা বেঁধে রেখে প্রচুর মারধর করেছে ডাকাতরা। ওরা আমাকেও বেঁধে রেখেছিল। সবার হাতে ছুড়ি, হাতুড়িসহ নানা ধরনের দেশীয় অস্ত্র ছিল। শেষের দিকে আমার বাচ্চা রাফসার গলায় ছুড়ি ধরে জিম্মি করে সোনা আরও আছে কি না জানতে চায়? পরে তারা নগদ প্রায় ৮ লাখ টাকা ও ৬ ভরি সোনা লুট করে।

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহিম বলেন, বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোরে অজ্ঞান অবস্থায় দুজনকে ভর্তি করা হয়। তাদেরকে অবজারভেশনে রাখা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টা না যাওয়ার পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তবে এই মুহূর্তে আশঙ্ক্ষামুক্ত বলে মনে হচ্ছে।

কামারখন্দ থানার ওসি মোহা রেজাউল ইসলাম বলেন, অজ্ঞান করে বাড়ির জিনিসপত্র নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। লিখিত অভিযোগ নিয়ে ব্যবস্থা নেব।

সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বলেন, ডাকাতির ঘটনায় ওসিকে ঘটনাস্থলে পাঠিয়েছি। তদন্ত করে আমরা ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য চলতি মাসেই শুধু রায়দৌলতপুর ইউনিয়নের তাজুরপাড়া, বাড়াকান্দি ও শ্যামপুর এলাকায় ৪টি ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত দুই একজনকে গ্রেপ্তার করলেও লুট হওয়া কোনো মালামাল এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি কামারখন্দ পুলিশ। এ নিয়ে জনমনে একধরনের চাপা আতঙ্ক বিরাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ম্যানসিটি ঘরের মাঠে টটেনহ্যামের কাছে বিধ্বস্ত

বিগত সরকার দেশের স্টেডিয়ামগুলোকে চরণভুমিতে পরিণত করেছে: বকুল

গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি ও নতুন প্রজন্মের প্রত্যাশাবিষয়ক সেমিনার 

আন্দোলনে সক্রিয় ছিলেন বাসে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া মাহিন

বাংলাদেশ ব্যাংক অফিসার্স কাউন্সিলে নীল দলের নিরঙ্কুশ বিজয়

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানি, তদন্তের নির্দেশ ড. ইউনূসের

মিনা ফারাহকে জামায়াত আমিরের ফোন

২৪ চেতনায় সবাইকে জাগ্রত হতে হবে : শামীম

পাওনা টাকা নিয়ে ঝগড়া, ভাতিজাকে খুন করে গ্রেপ্তার চাচা

১০

আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

১১

মাছের প্রজননে সময় না দিয়ে মানুষ দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে : মৎস্য উপদেষ্টা

১২

আজিজুল হক কলেজে কনসার্ট চলাকালে ছুরিকাঘাতে যুবক খুন

১৩

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় তাপসসহ ৩০ জনের নামে মামলা

১৪

কিছু মানুষের ব্রেইন সিটিস্ক্যান করে দেখার ইচ্ছা, কীভাবে এত ক্রিমিনাল হতে পারে?

১৫

কিশোরগঞ্জ-৫ আসনে তৃণমূলের আস্থা হুদাতে

১৬

১ হাজারে দৈনিক সুদ ১০০ টাকা!

১৭

বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটেনের রাজা

১৮

‘ড্রেসিংয়ে গেলে বলতেন আন্দোলনে গেছিলা ক্যান’

১৯

৩১ দফা বাস্তবায়নে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ : যুবদল সম্পাদক

২০
X