মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে রাসেল ভাইপারের কামড়ে আক্রান্ত হয়েছেন রেনু বেগম (৫৫) নামের এক নারী। পরে সেই সাপ নিয়েই হাসপাতালে উপস্থিত হন তিনি ও তার স্বজনরা।
বুধবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার হাসাইল ইউনিয়নের আটিগাঁও গ্রামে পদ্মানদীর চরে পাট বাছাইয়ের সময় এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের রহমান মোল্লার স্ত্রী।
স্থানীয়রা জানান, পাট বাছাইয়ের সময় রেনু বেগমকে সাপে কামড়ালে তার পাশে থাকা লোকজন গিয়ে সাপটিকে মেরে ফেলে। পরে মৃত সাপসহ ওই নারীকে স্বজনরা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান।
প্রাথমিক চিকিৎসা শেষে ওই রেনুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
জরুরি বিভাগের চিকিৎসক প্রান্ত সরদার বলেন, সাপে কাটা রোগীকে এন্টি ভেনম দেওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা ভালো।
মন্তব্য করুন