সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে ৬ মামলায় আসামি ১ হাজার

সিরাজগঞ্জে কোটা সংস্কার আন্দোলনের একটি খণ্ডচিত্র। ছবি : কালবেলা
সিরাজগঞ্জে কোটা সংস্কার আন্দোলনের একটি খণ্ডচিত্র। ছবি : কালবেলা

ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নাশকতা ও সহিংসতার অভিযোগে গত এক সপ্তাহে সিরাজগঞ্জের বিভিন্ন থানায় ৬টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এক হাজার জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে ১৩০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এদিকে ওই ৬ মামলা ছাড়াও বিভিন্ন নাশতকতার মামলায় জেলাব্যাপী গত ৭ দিনে ১৪১ জন বিএনপি-জামায়াতের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৪ জুলাই) সদর থানার ওসি সিরাজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, গত এক সপ্তাহে পুলিশের কাজে বাধা দেওয়া, ফাঁড়িতে হামলা, ককটেল বিস্ফোরণের অভিযোগে সদর থানায় তিনটি মামলা দায়ের হয়েছে।

জানা যায়, গত ১৭ জুলাই এসআই সোহাগ বাদী হয়ে এজাহার নামীয় ১৬ জন ও অজ্ঞাতনামা ৭০ জন আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন। গত ১৯ জুলাই এসআই মুস্তাকিন বাদী হয়ে পুলিশ ফাঁড়িতে আক্রমণের অভিযোগে ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৯০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গত ২০ জুলাই পুলিশের ওপর হামলার অভিযোগে এসআই দানিউল বাদী হয়ে ৩৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৯০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এছাড়াও ২৩ জুলাই বহুলী ইউনিয়নের মাহবুবুর রহমান মুক্তা নামে এক ব্যক্তি বাদী হয়ে তার উপর হামলাসহ বেইলী ব্রিজ ভাঙচুর, গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধের অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় ৩৩ জন এজাহার নামীয়সহ অজ্ঞাত ৩৫ জনকে আসামি করা হয়। এসব মামলায় এখন পর্যন্ত ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কামারখন্দ থানার ওসি মো. রেজাউল ইসলাম বলেন, গত ১৮ জুলাই বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক অবরোধ করে সহিংসতার ঘটনায় এসআই রমেন বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এসব মামলায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অপরদিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, কড্ডার মোড় অবরোধ করে পুলিশের কাজে বাধা দেওয়া ও নাশকতার অভিযোগে এসআই আলমগীর বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩-৪শ জনকে আসামি করা হয়েছে। এরইমধ্যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল বলেন, কোটা আন্দোলনকে ঘিরে নাশকতা, পুলিশের কাজে বাধা দেওয়া, ফাঁড়িতে হামলা, ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন অভিযোগে ৬টি মামলা দায়ের করা হয়েছে। এরইমধ্যে ১৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিছিলে বিএনপি নেতার গুলির প্রতিবাদে বিক্ষোভ

রৌমারীতে ব্যবসায়ীদের আহ্বায়ক কমিটির শপথ অনুষ্ঠিত

৬৫ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয়ায় মামুনের বিরুদ্ধে যুবদলের মামলা

আওয়ামী লীগ নেতাকর্মীদের ইসলামী আন্দোলনে যোগদান

ক্ষমা পেয়ে আমিরাত থেকে ১২ জন ফিরছেন চট্টগ্রামে

‘ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকার দুই ভাবে পরাজিত’

মহানবীকে (সা.) কটূক্তিকারী সেই যুবকের বিরুদ্ধে মামলা

শিবচর আঞ্চলিক সড়কে গ্রামবাসীর বৃক্ষরোপণ

মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ ধামাচাপা, ৭ দিন পর ফাঁস

১২ দিনেও মেলেনি রানীনগরে নিখোঁজ নার্গিসের সন্ধান

১০

দায়িত্বশীলদের নিয়ে সাতক্ষীরায় ছাত্র শিবিরের সমাবেশ

১১

আযহারী শিক্ষার্থীরা হবে বাংলাদেশ ও মিশরীয় ঐতিহ্যের সেতুবন্ধন : মিশরীয় রাষ্ট্রদূত

১২

রাজশাহীতে বস্তাভর্তি দেশীয় অস্ত্র উদ্ধার

১৩

আন্দোলনের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ কর্মীকে গণধোলাই

১৪

আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক অসন্তোষ ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শ্রমিক সমাবেশ

১৫

কেন্দ্রীয় নেতাদের কাছে অভিযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

১৬

পাকিস্তানের জলসীমায় বিপুল তেল-গ্যাস মজুতের সন্ধান

১৭

বিসিবির দুর্নীতির তদন্ত দাবি সাবেকদের

১৮

পাবিপ্রবি ছাত্রলীগ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে তুলে নেওয়ার অভিযোগ

১৯

জেল খেটেছি তবু শেখ হাসিনার মতো পালিয়ে যাইনি : সাবেক এমপি হাবিব

২০
X