নরসিংদী কারাগার পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ-জামান। বুধবার (২৪ জুলাই) দুপুরে তিনি কারগার পরিদর্শন করেন।
নরসিংদী কারাগারে ভাঙচুর, অগ্নিসংযোগ, অস্ত্র লুট ও আসামিদের বের করে নেওয়ার ঘটনার ৫ দিন পর সেনাপ্রধান এ কারগার পরিদর্শন করেন।
এর আগে হেলিকপ্টার যোগে নরসিংদী মুছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে অবতরণ করেন সেনাপ্রধান। পরে তিনি দুপুর ১টা ২০ মিনিটে নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেন।
এ সময় নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন