কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ০২:০৯ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৪, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে খুলে দেওয়া হয়েছে পোশাক কারখানা

গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করছেন শ্রমিকরা। ছবি : কালবেলা
গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করছেন শ্রমিকরা। ছবি : কালবেলা

কড়া নিরাপত্তায় গাজীপুরে খুলে দেওয়া হয়েছে রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্প। বুধবার (২৪ জুলাই) সকাল থেকে নিজ নিজ প্রতিষ্ঠানে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা।

জানা যায়, সকাল থেকে গাজীপুর শিল্পাঞ্চলে দলে দলে কাজে ফিরেছেন শ্রমিকরা। নিজ নিজ প্রতিষ্ঠানের আইডি কার্ড নিয়ে কারখানায় প্রবেশ করছেন তারা। কারখানা ও শ্রমিকদের নিরাপত্তায় কাজ করছে শিল্প পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনীর টহল দল। এ ছাড়া শিল্প এলাকায় মোতায়েন রয়েছেন অতিরিক্ত পুলিশ সদস্য। সড়ক, মহাসড়কে বেড়েছে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি।

শ্রমিকরা বলছেন, কারখানা বন্ধ থাকায় টানা কয়েক দিন তারা ঘরে আটকে ছিলেন। কাজে ফেরা নিয়ে ছিল অনিশ্চয়তা। তবে আজ কারখানা খুলে দেওয়ায় স্বস্তি ফিরেছে তাদের।

কারখানা মালিকরা বলছেন, টানা কারফিউতে লোকসানে পড়েছে পোশাক খাত। তবে কারখানা খুলে দেওয়ায় শ্রমিকরা কাজে ফিরেছেন, লোকসান কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা।

এ ব্যাপারে সাদমা গ্রুপের পরিচালক মো. সোহেল রানা বলেন, টানা কারফিউতে আমাদের পোশাক কারখানা বন্ধ থাকায় লোকসানে পড়েছি। তবে কারখানা খুলে দেওয়ায় সে ক্ষতি কাটিয়ে উঠতে পারব বলে আমাদের বিশ্বাস।

তিনি বলেন, কারখানার বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন। এ ছাড়া আমাদের নিজস্ব নিরাপত্তা কর্মীদের মাধ্যমে ভেতরে শ্রমিকদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শ্রমিকদের আইডি কার্ড পরীক্ষা করে তাদের কারখানায় ঢুকতে দেওয়া হয়েছে।

এদিকে, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টহল জোরদার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ ছাড়া শিল্প এলাকায় বাড়তি নজরদারি করছেন তারা। এতে সাধারণ মানুষের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ কেটেছে কারখানা সংশ্লিষ্টদের।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, কারখানায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে রয়েছেন তারা। নাশকতাকারীরা শ্রমিকদের ছদ্মবেশে যেন অরাজকতা সৃষ্টি করতে না পারে সেজন্য সজাগ দৃষ্টি রয়েছে তাদের।

এ ব্যাপারে গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার সারওয়ার আলম বলেন, গত কয়েক দিন গাজীপুরা, গাছা ও টঙ্গী এলাকায় ব্যাপক নাশকতা হয়েছে। সে কারণে এসব শিল্প এলাকায় আলাদা নজরদারি বাড়ানো হয়েছে। আমাদের তিন শতাধিক সদস্য বিভিন্ন শিল্প এলাকায় মোতায়েন করা হয়েছে। ৮টি টহল দল টহল জোরদার করেছে। এ ছাড়া গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ বিভিন্ন স্থানে কাজ করছে। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

কোনাবাড়ি এলাকায় বিজিবির পক্ষ থেকে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে গাজীপুর ৬৩ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম বলেন, গাজীপুরে ৬ প্লাটুন বিজিবি সদস্য পোশাক কারখানাসহ সার্বিক নিরাপত্তায় কাজ করছেন। পোশাক কারখানায় যাতে নাশকতাকারীরা কোনো ধরনের অরাজকতা করতে না পারে সেজন্য বিজিবির পাশাপাশি র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন।

শিল্প পুলিশের দেওয়া তথ্যমতে, গাজীপুরে ২ হাজারের বেশি তৈরি পোশাকশিল্প রয়েছে। প্রাথমিকভাবে বুধবার তিন শতাধিক কারখানা খুলে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব কারখানা খুলে দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিছিলে বিএনপি নেতার গুলির প্রতিবাদে বিক্ষোভ

রৌমারীতে ব্যবসায়ীদের আহ্বায়ক কমিটির শপথ অনুষ্ঠিত

৬৫ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয়ায় মামুনের বিরুদ্ধে যুবদলের মামলা

আওয়ামী লীগ নেতাকর্মীদের ইসলামী আন্দোলনে যোগদান

ক্ষমা পেয়ে আমিরাত থেকে ১২ জন ফিরছেন চট্টগ্রামে

‘ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকার দুই ভাবে পরাজিত’

মহানবীকে (সা.) কটূক্তিকারী সেই যুবকের বিরুদ্ধে মামলা

শিবচর আঞ্চলিক সড়কে গ্রামবাসীর বৃক্ষরোপণ

মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ ধামাচাপা, ৭ দিন পর ফাঁস

১২ দিনেও মেলেনি রানীনগরে নিখোঁজ নার্গিসের সন্ধান

১০

দায়িত্বশীলদের নিয়ে সাতক্ষীরায় ছাত্র শিবিরের সমাবেশ

১১

আযহারী শিক্ষার্থীরা হবে বাংলাদেশ ও মিশরীয় ঐতিহ্যের সেতুবন্ধন : মিশরীয় রাষ্ট্রদূত

১২

রাজশাহীতে বস্তাভর্তি দেশীয় অস্ত্র উদ্ধার

১৩

আন্দোলনের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ কর্মীকে গণধোলাই

১৪

আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক অসন্তোষ ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শ্রমিক সমাবেশ

১৫

কেন্দ্রীয় নেতাদের কাছে অভিযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

১৬

পাকিস্তানের জলসীমায় বিপুল তেল-গ্যাস মজুতের সন্ধান

১৭

বিসিবির দুর্নীতির তদন্ত দাবি সাবেকদের

১৮

পাবিপ্রবি ছাত্রলীগ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে তুলে নেওয়ার অভিযোগ

১৯

জেল খেটেছি তবু শেখ হাসিনার মতো পালিয়ে যাইনি : সাবেক এমপি হাবিব

২০
X