ঢাকা নোয়াখালী মহাসড়ক অবরোধ করে সড়কে বসে পড়েছে বিভিন্ন শিক্ষপ্রতিষ্ঠানের আন্দোলনরত শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১১টা থেকে ঢাকা-নোয়াখালী মহাসড়কের মাইজদী বিশ্বনাথ এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করে আন্দোলনকারীরা। অবরোধের কারণে ঢাকা-নোয়াখালী মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, ঢাবি ও জাবিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর হামলা ও কয়েকজনকে হত্যার প্রতিবাদে এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে সারা দেশজুড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে সফল করতে তারা রাস্তায় নেমে এসেছে। তারা এটাও বলেছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা পিছপা হবে না।
তবে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভকে ঘিরে নোয়াখালীতে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্ব নিয়োজিত থাকতে দেখা গেছে।
নোয়াখালী সদর থানার ওসি মীর জাহিদুল হক রনি বলেন, আন্দোলনকারীদের কাছে অনুরোধ করে বলেছি তোমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে নিবে না। তোমাদের কেন্দ্রের নির্দেশ অনুযায়ী কর্মসূচি পালন করে ঘরে ফিরে যাও। আইন শৃঙ্খলার অবনতি হলে টেকাফ করতে হবে। তোমরা আমাদের সন্তান তোমাদের ওপর যাতে আমাদের কোন অ্যাকশন নিতে না হয় সেদিকে লক্ষ্য রাখবা।
মন্তব্য করুন