মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের অবরোধের মুখে কিছুক্ষণ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ আন্দোলনকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের জামালদী বাসস্ট্যান্ড এলাকায় হামদর্দ বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। একপর্যায়ে তারা মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয়।
আন্দোলনকারীদের অবরোধে মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে গেলেও মহাসড়কের আশপাশে বিভিন্ন দোকান ও সংযোগ সড়কে অবস্থা নিয়ে স্লোগান দিতে থাকে। দুই গ্রুপের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়।
গজারিয়া উপজেলা বৈষম্যবিরোধী ছাত্রসমাজের ব্যানারে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে হামদর্দ বিশ্ববিদ্যালয়, গজারিয়া সরকারি কলেজ, গজারিয়া কলিম উল্লাহ কলেজ, জিস্ট পলিটেকনিক ইনস্টিটিউটসহ উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৫ শতাধিক আন্দোলনকারী অংশগ্রহণ করে।
পরে দ্বিতীয় ধফায় আন্দোলনকারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠতে চাইলে বেলা পৌনে ১টার সময় স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে জামালদী বাসস্ট্যান্ডে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নেয়ামত শুকরিয়া শপিংমল নামের একটি মার্কেট ভাঙচুর করে আন্দোলনকারীরা। পরে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর ইটপাটকেল ছুড়লে ছত্রভঙ্গ হয়ে যায়।
আন্দোলনকারীরা জানান, যতদিন না পর্যন্ত কোটাপদ্ধতি সংস্কার করা হবে ততদিন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
গজারিয়া থানার ওসি মো. রাজিব খান বলেন, আন্দোলনকারীরা মহাসড়কে ঝটিকা মিছিল বের করেছিল। আমরা তাদের মহাসড়ক থেকে নামিয়ে দিয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে স্বাভাবিক। গজারিয়া উপজেলার বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
মন্তব্য করুন