শিক্ষার্থীদের চলমান আন্দোলনে ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে শেরপুরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। মানুষ ঘর থেকে বের হচ্ছে না। এতে একপ্রকার অচল হয়ে পড়েছে শেরপুর শহর।
অন্যদিকে শহরের নিরাপত্তা নিশ্চিত রাখতে পুলিশ ও র্যাব শহরজুড়ে টহল দিচ্ছে। বুধবার (১৮ জুলাই) শহর ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
এ ছাড়া মঙ্গলবার (১৭ জুলাই) রাত থেকেই মোবাইলে ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ রয়েছে।
অন্যদিকে শহরের নিউমার্কেট এলাকায় শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শেরপুর-১ আসনের সংসদ সদস্য ছানুয়ার হোসেন ছানু উপস্থিত ছিলেন। এ ছাড়া দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে আন্দোলনকারীরা ছোট ছোট দলে একত্র হয়ে সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছেন।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. আকরামুল হোসেন কালবেলাকে বলেন, ছাত্রদের যৌক্তিক আন্দোলনে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু তাদের এ আন্দোলন এখন আর তাদের হাতে নেই। এটা অন্যদের হাতে চলে গেছে।
এ সময় শহরবাসী ও ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, মঙ্গলবার কী ঘটেছে এটা মাথায় রাখার প্রয়োজন নেই। আমরা পুলিশের পক্ষ থেকে আপনাদের নির্ভয় দিচ্ছি। আপনারা যারা ব্যবসায়ী আছেন, সাধারণ মানুষ আছেন আপনারা ভীত হবেন না; ভয় পাবেন না।
এসপি আরও বলেন, আমরা আপনাদের পাশে আছি। কখনো কোনো অবস্থায় যদি সমস্যা মনে করেন, আমাদের ফোন নম্বর আছে। আমাদেরকে ফোন করবেন। আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করব।
মন্তব্য করুন