সারা দেশে ডাকা ‘কমপ্লিট শাটডাউনের’ অংশ হিসেবে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক বন্ধ করে দিয়েছে কোটা আন্দোলনকারীরা। ফলে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
এদিকে সিরাজগঞ্জ শহরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ চলছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের ঝাঐল ওভারব্রিজ এলাকায় আন্দোলনকারীরা জড়ো হতে থাকে। একপর্যায়ে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দিয়ে মহাসড়কে অবরুদ্ধ করে দেয় তারা।
এ সময় তারা লাঠি হাতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের মহাসড়ক থেকে সরে যেতে অনুরোধ করে। তবে পুলিশের অনুরোধ উপেক্ষা করেও তারা অবরোধ কর্মসূচি চালিয়ে যায়।
এদিকে সিরাজগঞ্জ শহরে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলছে। দুপুরের দিকে শহরের ইবি রোডস্থ বিএনপি কার্যালয় এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।
পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম বলেন, আমরা কঠোর অবস্থানে রয়েছি। যারাই আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শহরে ও মহাসড়কে নাশকতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
মন্তব্য করুন