কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ডাকা দেশব্যাপী ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ময়মনসিংহে পালিত হচ্ছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১১টা থেকে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে টাউন হল মোড়ে জড়ো হয়ে অবস্থান নিয়েছেন। আন্দোলনকারীরা যানবাহন চলাচলে বাধা এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
এ সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, আনন্দমোহন সরকারি কলেজ, নাসিরাবাদ কলেজ, নটরডেম কলেজসহ বিভিন্ন কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা নগরীর টাউন হল মোড়ে জড়ো হতে থাকে।
দুপুর সাড়ে ১২টার দিকে টাউন হল মোড় থেকে বিক্ষোভ মিছিলসহ নগরীর জিলাস্কুল মোড়, নতুনবাজার, গাঙিনারপাড় ট্রাফিক মোড়, স্টেশন রোড, র্যালি মোড় হয়ে পাটগুদাম ব্রিজের মোড়ে অবস্থান নেন।
এদিকে সকাল থেকে ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ছয় প্লাটুন বিজিবিসহ র্যাব, পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ান মোতায়েন রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে নগরীর টাউন হল মোড়, পাটগুদাম ব্রিজ মোড়, বাইপাস মোড়, আনন্দমোহন কলেজ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী টহল চলছে। কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আন্তজেলা সড়কগুলো অনেকটা ফাঁকা। যাত্রী কম থাকায় সীমিত যানবাহন চলাচল করছে।
মন্তব্য করুন