নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। দেশব্যাপী ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে থানা এলাকার শিমরাইল মোড়, মাদানীনগর, সাইনবোর্ড, জালকুড়ি, আদমজীসহ বিভিন্ন সড়কে অবস্থান নেয় তারা। এ সময় এক ছাত্রলীগ নেতার মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।
আন্দোলনকারীদের মহাসড়ক অবরোধ করায় বন্ধ রয়েছে সব প্রকার যানবাহন চলাচল। পূর্বাঞ্চলের ১৮টি জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজধানী ঢাকা।
আন্দোলনরীরা জানায়, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও পুলিশের গুলিতে ৫-৬ জন নিহত হওয়ার ঘটনায় সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে সহমত পোষণ করছি আমরা। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। কর্মসূচিতে অংশ নেয় সিদ্ধিরগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্কুল ও কলেজের হাজার হাজার কোটা আন্দোলনকারী।
হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই এ কে এম শরফুদ্দিন বলেন, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করায় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাভিক করার চেষ্টা করছি।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছি। অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে আমরা সতর্ক রয়েছি।
মন্তব্য করুন